শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | দুরন্ত গোল কামিন্সের, স্টুয়ার্ট ঝড়ে চেন্নাইকে উড়িয়ে ফের একনম্বরে মোহনবাগান

Sampurna Chakraborty | ৩০ নভেম্বর ২০২৪ ২১ : ৫৮Sampurna Chakraborty


মোহনবাগান - ১ (কামিন্স)

চেন্নাইন এফসি - ০

সম্পূর্ণা চক্রবর্তী: ম্যাচের বয়স ৮৫ মিনিট। দিমিত্রি পেত্রাতোসের পরিবর্তে নামলেন গ্রেগ স্টুয়ার্ট। যত কাণ্ড এক মিনিটে। তাঁর প্রথম টাচই পোস্টে লাগে। এক মিনিটের মধ্যে স্কটিশ ফরোয়ার্ডের পাস থেকে জয়সূচক গোল কামিন্সের। এলেন, দেখলেন, জয় করলেন। স্টুয়ার্ট আরও একবার বুঝিয়ে‌ দিলেন, মোহনবাগানের এই দলে তিনিই ম্যাজিশিয়ান। চোটের জন্য ওড়িশা এবং জামশেদপুর ম্যাচ খেলেননি। প্রত্যাবর্তনেই বাজিমাত। অসাধারণ টাচ। তিনি নামার আগে পর্যন্ত মোহনবাগানের খেলায় সেই মশলা, ঝাঁঝ ছিল না। স্টুয়ার্ট নামতেই উঠল ঝড়। সংযুক্তি সময় মিলিয়ে শেষ ১০ মিনিটের ঝড়ে উড়ে গেল চেন্নাই। শনিবার রাতে যুবভারতীতে চেন্নাইন‌‌ এফসিকে ১-০ গোল হারিয়ে আবার টেবিল শীর্ষে মোহনবাগান। ৯ মিনিটে ২০ পয়েন্ট হোসে মোলিনার দলের। বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে একনম্বরে সবুজ মেরুন। স্টুয়ার্টের দুটো শট পোস্টে লাগে। মনবীরের হেড ক্রসপিসে লাগে। নয়তো গোল সংখ্যা আরও বাড়তে পারত। স্টুয়ার্টের দিনে কামিন্সের কৃতিত্ব কোনওভাবেই খাটো করা যাবে না। ম্যাচের ৮৬ মিনিটে স্টুয়ার্টের থেকে বল পেয়ে বাঁ পায়ের দূরপাল্লার কোনাকুনি শটে দুর্দান্ত গোল জেসন কামিন্সের। তারপর পায়ে প্রিয় পোষ্যের ট্যাটু দেখিয়ে সেলিব্রেশন। 

আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করেননি মোলিনা। অপরিবর্তিত দলই রাখেন। কিন্তু এদিন খেলার শুরুতে কিছুটা ব্যাকফুটে চলে যায় সবুজ মেরুন ব্রিগেড। দশজনেই নেমে যায়। শুরুতেই একটা ঝাপটা দেওয়ার চেষ্টা করে চেন্নাই। বল নিজেদের পায়ে রেখে আক্রমণ তৈরি করার চেষ্টা করে। কিন্তু সেই অর্থে কোনও পজিটিভ সুযোগ তৈরি করতে পারেনি। প্রথম ১৫-২০ মিনিট বাদ দিলে প্রথমার্ধের বাকি সময়টা মোহনবাগানের। কিন্তু ফিনিশিংয়ের অভাব। এখনও পুরনো দিমিত্রিতে পাওয়া যায়নি। পজিশন নেওয়া, বল ধারা, ছাড়ায় সেই ক্ষিপ্রতা নেই অজি তারকার। প্রথমার্ধের সব আক্রমণই লিস্টন‌ কেন্দ্রিক। আগের দিন দুর্দান্ত গোলের পর আত্মবিশ্বাসী দেখায় গোয়ার মিডিওকে। প্রথমার্ধে বাগানের যে তিনটে সুযোগ তৈরি হয়, তারমধ্যে দুটোই লিস্টনের পা থেকে। গোলের প্রথম সুযোগ ২৭ মিনিটে। পেত্রাতোসের উদ্দেশে বল বাড়ান মনবীর। কিন্তু বল ছুঁতে পারেননি। উল্টে পড়ে গিয়ে পেনাল্টির দাবি করেন অস্ট্রেলিয়ান। তবে রেফারি কর্ণপাত করেনি। ম্যাচের ৩৮ মিনিটে বাগানের নিশ্চিত গোল বাঁচান চেন্নাই গোলকিপার মহম্মদ নওয়াজ। লিস্টনের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান। দুর্দান্ত সেভ। ফিরতি শট পোস্টের ওপর দিয়ে ভাসিয়ে দেন লিস্টন।‌ তার দু'মিনিটের মধ্যে আবার সুযোগ মিস। বক্সের মধ্যে লিস্টনের পাস রিসিভ করতে পারেনি দিমিত্রি। নয়তো নিশ্চিত গোল ছিল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে একটু ছন্নছাড়া দেখায় বাগানকে। মাঝমাঠে তেমন বাঁধুনি ছিল না। ফাইনাল পাসেরও অভাব ছিল। ওড়িশা, জামশেদপুর ম্যাচ উতরে গেলেও এদিন গ্রেগ স্টুয়ার্টের অভাব বোধ হচ্ছিল। মাঝমাঠ ধরার কেউ ছিল না। যার ফলে পুরো অকেজো জেমি ম্যাকলারেন। দূরবীন দিয়ে খুঁজে বের করতে হল। দিমিও তথৈবচ। বাগানের আক্রমণভাগের জোড়া ফলা এদিন ডাহা ব্যর্থ। চেন্নাইয়ের ধ্বংসাত্মক ফুটবলের ফাঁদে পা দেয় মোলিনার দল। তবে তাসত্ত্বেও বল পজেশন থেকে শুরু করে গোল লক্ষ্য করে শট, বাগানেরই বেশি ছিল। গোটা ম্যাচে চেন্নাইয়ের একটাই গোলে শট। ৭৮ মিনিটে ইরফানের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচায় বিশাল কাইত। বাকি সময়টা বিশেষ কোনও ভূমিকা ছিল না বাগান কিপারের। মোলিনার দুটো পরিবর্তন ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। ৭৪ মিনিটে ম্যাকলারেনের বদলে নামান জেসন কামিন্সকে। দিমিত্রির বদলে নামেন স্টুয়ার্ট। বাকিটা ইতিহাস। 


#Mohun Bagan#Greg Stuart#Jason Cummings#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...

তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...

কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...

বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...

অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...

'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...

বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...

মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...

'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...

সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?‌...

দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...

কেমন আছেন কাম্বলি?‌ জানুন চিকিৎসক কী বলছেন

'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...

অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...

পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...



সোশ্যাল মিডিয়া



11 24